মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ ২৫ শে জুলাই মঙ্গলবার বেলা ১১টার সময় উপজেলা চত্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রাজশাহী নঁওগা মহাসড়ক প্রদর্শন শেযে উপজেলা চত্তরের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।পরে উপজেলা হলরুমে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা।
প্রধান অতিথি ছিলেন পবা মোহনপুরের মাননীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।বক্তব্যে প্রধান অতিথি বলেন,মৎস্য চাষীরা এখন দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে,এবং দেশের পুষ্টি চাহিদা মেটাচ্ছে।মৎস্য উৎপাদনে ইলিশ আহরণে প্রথম, অভ্যন্তরীন মুক্ত জলাশয়ে মাছ আহরণে তৃতীয়,তেলাপিয়া উৎপাদনে চতুর্থ।এই মাছ ইউরোপে ইউনিয়ন, যুক্তরাষ্ট্রে,জাপানসহ বিশ্বের ৫২ টি দেশে মৎস্য ও মৎস্য জাত রপ্তানি করে ২২-২৩ অর্থবছরে মোট রপ্তানি ৬৯.৮৮ মে,টন,যার মূল্য ৪৭৯০ কোটি টাকা।যাহা আমাদের জন্য কল্যানকর।
স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,আব্দুস সালাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, অফিসার ইনর্চাজ ওসি হরিদাস মন্ডল,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিতাই রায়, রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু হোসেন,সেচ্ছাসেবক লীগের সভাপতি ইসরাফিল হোসেন রনি সরকার,মহসিন আলী,উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও মৎস্য চাষীসহ কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল।
পরে সফল মৎস্য চাষী,হ্যাচারি,রেণুপোনা উৎপাদনকারীর মাঝে পুরুষ্কার বিতরণ করেন।