মোহনপুরে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৬

0 ১৫৪

স্টাফ রিপোর্টার: রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মোহনপুর উপজেলার বাকশৈল এলাকায় গরুবাহী ভটভুটি, অটোরিকশা ও বাই সাইকেলর ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছে। বুধবার সকাল ১০ টার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৮), সাঁকোয়া গ্রামের আবুল হোসেন (৭৫), বাগমারা উপজেলার জিয়াপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আজিবর রহমান (৪০)।

মোহনপুর থানার এসআই ইব্রাহিম জানায়, সকালে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বাকশৈল এলাকায় গরুবাহী ভটভুটি, অটোরিকশা ও বাই সাইকেলর ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ৩ জন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনকে ভর্তি করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com