মৌসুমীর অভিযোগ মিশার কাছে ভিত্তিহীন
বিনোদন ডেস্ক: এই সপ্তাহেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন নিয়ে শুরু থেকেই কাঁদা ছোড়াছুড়ি হচ্ছে মিশা-জায়েদের সাথে মৌসুমীর। চলছে একে অপরকে অভিযোগ দেয়া বিবৃতি। তারা নিজেদেওর এক পরিবারের সদস্য বলেও পরক্ষণে দ্বন্দ্বে জড়াচ্ছেন।
এদিকে মৌসুমী অভিযোগ করে বলেন, আমি প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছি। এই পথে বাধা আর নতুন কিছু নয়। এমনকি আমার সমর্থকদেরও বাধা দেয়া হচ্ছে। তাদের প্রচারণা করতে দেয়া হচ্ছে না, পোস্টার লাগাতে দেয়া হচ্ছে না। আমার অনুপস্থিততে তাদের নানা রকম কথা বলছে বিরোধীরা। এখন এগুলো আমি প্রতিরোধও করতে পারছি না, আমার প্রমাণ করতে গেলেও অন্যরকম ঘটনা ঘটে যাবে।
এদিকে মৌসুমীর এই অভিযোগকে অনেকটাই ভিত্তিহীন বললেন মিশা সওদাগর, তিনি বললেন, মৌসুমীর সমর্থকদের বাধা বা হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। তাছাড়া আপনি দেখবেন, এফডিসিতে আমাদের প্যানেলের থেকে তার পোস্টার অনেক বেশি। এর আগেও মৌসুমী অনেক অভিযোগ করেছে। কিন্তু মৌসুমী এর কোনো প্রমাণ দিতে পারেনি।