‘ময়না’ ছবিতে চুক্তিবদ্ধ মাহি

0 ১,০৯১

আলমগীর, বিনোদন : চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার ‘ময়না’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ছবিতে ময়না চরিত্রে অভিনয় করবেন তিনি। গতকাল শনিবার রাজধানীর বনানীর একটি অভিজাত রেস্টুরেন্টে ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান ও ছবির পরিচালক অনন্য মামুন মাহিকে চুক্তিবদ্ধ করেন। আগামী রোজার ঈদে ছবিটি মুক্তির জন্য নির্মাণ করা হচ্ছে। জানা গেছে, ছবিতে মাহির নায়ক নেওয়া হবে কলকাতা থেকে। মামুন বলেন,’ এই চরিত্রটি করার জন্য মাহিকেই ভেবেছিলাম। ভালো একটি ছবি উপহার দিতে পারবো বলে আশা করছি।’ মাহি বলেন, ‘মামুন ভাই আমাকে যখন গল্প শোনান তখনই এর প্রেমে পড়ে যাই। আশা করছি নিজের সেরা কাজটা উপহার দিতে পারবো।’  আরশাদ আদনান বলেন, ‘আমি এমন কিছু ছবি নির্মাণ করতে চাই যা মানুষ অনেকদিন মনে রাখে। ময়না ঠিক তেমনি একটি ছবি হবে বলে আশা করছি।’ আগামী মার্চ মাসে ‘ময়না’ ছবির শুটিং শুরু হবে। তার আগেই নায়কের নাম ঘোষণা করা হবে।

Leave A Reply

Your email address will not be published.