ময়মনসিংহে ২ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

0 ৩,৮০০

ময়মনসিংহ প্রতিনিধি : জেলা সদর উপজেলায় পৃথক ঘটনায় অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরীর বলাশপুর এলাকায় এক অজ্ঞাত যুবকের (২৬) লাশ উদ্ধার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, নগরীর বলাশপুর এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া ভৈরব রেল লাইনের পাশে ওই অজ্ঞাত যুবকের লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে কেউ তার পরিচয় বলতে পারেনি।
অন্যদিকে, শহরতলীর শম্ভুগঞ্জ এলাকার ইউসি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত একটি পুকুর থেকে সোমবার সকাল ১১টার দিকে মাঝ বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সদর উপজেলায় আলাদা ঘটনায় দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত তাদের কোন পরিচয় পাওয়া যায়নি।’
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com