ময়মনসিংহ ত্রিশালের ঐতিহ্যবাহী সংগঠন শুকতারা সংঘের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে সুশীল চন্দ্র ও সাধারণ সম্পাদক পদে রমজান আলী নির্বাচিত হন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,শুকতারা সংঘের ইতিহাস ও ঐতিহ্যের কথা অন্তরে লালন করে সংগঠনের মান সমুন্নত রাখতে আমরা বদ্ধপরিকর। তাই সকলের সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, ঐতিহ্যবাহী শুকতারা সংঘ ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়ে ত্রিশালের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে।