সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ২০২৩ খ্রীঃ হয়েছে। দিবস টি উপলক্ষ্যে রোববার সকালে বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে বিদ্যালয়েল হল রুমে স্বাধীনতা যুদ্ধের উপর চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন হয় হয়। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ জুয়েল আলম, সভাপতি মোঃ আশাদুল ইসলাম এরশাদ, প্রধান শিক্ষক মোঃ মুকুল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম সরকার, সহকারী শিক্ষক মোশারাফ হোসেন, সাবানা খাতুন, সারমিন আক্তার, মিশু খাতুন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্ম শিক্ষক মোঃ রুহুল আমিন।