যশোর প্রতিনিধি : যশোরে অস্ত্র-, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ ইমরান হোসেন নামে সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। যশোরে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ ইমরান হোসেন (২৬) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) সকালে যশোর কোতয়ালী থানা পুলিশ তাকে আটক করে। আটক ইমরান শহরের পূর্ববারান্দী মাঠপাড়ায় মতলেব হোসেনের ছেলে। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গোপন সংবাদে জানা যায়, ইমরান নামে এক সন্ত্রাসী নিজ ঘরে অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ ইমরানকে আটক করা হয়। আটক ইমরান একজন দুর্ধর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ এবং বিভিন্ন অপকর্মের হোতা। সে একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছে। তার বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। সে মাদক বেচাকেনায় জড়িত বলেও তিনি জানান।