যাত্রাবাড়ী থেকে আনসার আল ইসলামের ৪ সদস্য আটক
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: রাজধানীর যাত্রবাড়ী এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৪ সদস্যকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে আটকের বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মেটোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
তবে আটককৃতদের নাম-পরিচয় বা কখন তাদের আটক করা হয়েছে এসব বিষয়ে কিছুই এখনও জানানো হয়নি।
আজ শুক্রবার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।