যুক্তরাষ্ট্রের কোয়ার্টারে সফর শেষ বোপান্নার

0 ১,১৫৭

খেলাধুলা ডেস্ক : যুক্তরাষ্ট্র ওপেনে সফর শেষ বোপান্নার৷ সোমবার মিক্স ডাবলসের কোয়ার্টার ফাইনালে লড়াই করেও বোপান্না- ডাবরোস্কির জুটি শেষরক্ষা করতে পারেনি৷ এক ঘন্টার কিছু বেশি সময়ের লড়াইয়ে মিচেল ভেনাস ও চিন চাং  টুর্নামেন্টের  সপ্তম বাছাই ইন্দো-কানাডিয়ান জুটিকে হারালেন ৬-৪,৩-৬,৮-১০ ব্যবধানে৷

প্রথম সেট জিতলেও শেষ দু’সেটে ভেনাস-চিং’য়ের সামনে দাঁড়াতে পারেননি বোপান্নারা৷ চলতি বছরে ফরাসি ওপেন জিতেছিল বোপান্না-ডাবরোস্কির ইন্দো-কানাডিয়ান এই জুটি৷ মিক্সড ডাবলসে বোপন্না ও তাঁর কানাডিয়ান গ্যাব্রিয়েলা ডাবরোস্কি স্ট্রেট সেটে (৬-৩,৬-৪) মার্টিনেজ সাঞ্চেজ ও নিকোলাস মনরো জুটিকে হারিয়ে শেষ আটে উঠেছিলেন৷

বোপান্না ছিটকে গেলেও ভারতীয়দের জন্য আশা জাগিয়ে রাখলেন সানিয়া মির্জা৷  বুধবার ডবলসের কোয়ার্টার ফাইনাল খেলবেন হায়দরাবাদী তন্বী৷ মহিলা ডাবলসে সানিয়া ও তাঁর চিনা পার্টনার পেং সুইকে নিয়ে সোমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছন৷ তিন সেটের লড়াইয়ে সামান্থা কিস্টেয়া ও সারা টর্মো জুটিকে ৬-২,৩-৬,৭-৬ সেটে হারায় ইন্দো-চিনা জুটি৷ সহজেই প্রথম সেট জিতলেও দ্বিতীয় সেট হারেন সানিয়ারা৷ কিন্তু তৃতীয় সেট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতে ম্যাচ পকেটে পুরে নেন সানিয়া-সুই৷ ২০১৫ ফ্লাশিং মেডোয় মহিলা ডাবলস খেতাব জেতা সানিয়ার এবারও খেতাব জয়ের দিকে এগোচ্ছেন৷

অন্যদিকে সোমবার এক ঘন্টারও কম সময়ে জয় পেয়ে শেষ আটের টিকিট পাকা করলেন চেজ প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা৷  মেয়েদের সিঙ্গলসে এক নম্বরে থাকা প্লিসকোভা মার্কিন প্রতিদ্বন্দ্বী জেনিফার ব্রাডিককে স্ট্রেট সেটে হারিয়েছেন৷ শেষ ষোলোর লডা়ইয়ে প্লিসকোভার পক্ষে ম্যাচের ফল ৬-১,৬-০৷

রাশিয়ার কাসাটকিনাকে হারিয়ে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ৪১৮ নম্বরে থাকা কিয়া কানেপি কোয়ার্টার ফাইনাল পাকা করেছেন৷ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কানেপি ব্রিটেনের প্রতিযোগী ম্যডিসন কিইয়ের বিরুদ্ধে লড়বেন৷

অন্যদিকে ফ্লাসিং মেডোয় দুরন্ত ছন্দ রয়েছেন ভেনাস৷ এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র ওপেনে সিনিয়ার উইলিয়ামকে কঠিন লডা়ইয়ের মুখোমুখি হতে হয়নি৷ ইউ এস ওপেনের কোয়ার্টারে আর্থার অ্যাশ স্টেডিয়ামে ভেনাসের প্রতিপক্ষ পেত্রা কিটোভা৷  চতুর্থ রাউন্ডে উম্বলডন চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজাকে হারিয়েছেন কিটোভা৷ ছুরিকাহত হওয়ার পর এটাই চেজ প্রজাতন্ত্রের কিটোভার পক্ষে সবেচেয়ে হাই প্রোফাইল ম্যাচ ছিল বলে মনে করছে টেনিস মহল৷ ফ্লাসিং মেডোয় স্ট্রেট সেটে হারিয়ে শেষ আটে উঠলেন কিটোভা৷ চেজ প্রতাজন্ত্রের কিটোভার পক্ষে ম্যাচে ফল-  ৭-৬,৬-৩৷

Leave A Reply

Your email address will not be published.