যৌথ প্রযোজনার নীতিমালা মানেনি ‘বস টু’

0 ১,৪৪৪
বিনোদন ডেস্ক : আসছে ঈদুল ফিতরে মুক্তি প্রতিক্ষীত ‘বস টু’ যৌথ প্রযোজনার নীতিমালা মানেনি বলে অভিমত দিয়েছে এ সংক্রান্ত প্রিভিউ কমিটি। অভিযোগ উঠেছে ছবিটিতে ভারত-বাংলাদেশের শিল্পী সংখ্যায় ভারসাম্য রাখা হয়নি। মঙ্গলবার ছবিটি দেখেছে প্রিভিউ কমিটি। প্রিভিউ কমিটির সদস্য নাসির উদ্দীন দিলু বলেন, ‘আমরা ছবিটিতে যৌথ প্রযোজনার ছবিতে সব দেশের সমান সংখ্যক শিল্পীর যে সমতা রাখার নীতি আছে তার লঙ্ঘন দেখতে পেয়েছি। এ ব্যাপারে প্রিভিউ কমিটি বিএফডিসির এমডির মাধ্যমে তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেবে। তিনি আরও বলেন, এ ছবির কিছু বিষয় আপত্তিকর, যেগুলো হয়ত সেন্সর বোর্ডে জমা পরার পর তারা বিবেচনায় নেবেন। এ মুহূর্তে কমিটি কোনো কাটিং দিতে পারছে না। কারণ বিষয়টি তাদের এখতিয়ারে নেই। ‘বস টু’ পরিচালনা করেছেন বাবা যাদব। অভিনয় করেছেন জিৎ, নুসরাত ফারিয়া ও শুভশ্রী গাঙ্গুলি। যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড।

Leave A Reply

Your email address will not be published.