রংপুরের ৫ জেলায় আ.লীগে অনুপ্রবেশকারী যারা

0 ২৮০

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: ত্যাগীদের মূল্যায়ন করতে অনুপ্রবেশকারীদের তালিকা প্রনয়ণ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। টানা তিনবার ক্ষমতায় থাকায় দলটিতে অনুপ্রবেশ বেড়েছে। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বিএনপি-জামায়াতও নানা সময় ও সুযোগে ভিড় করেছে দলটিতে। ২১তম জাতীয় সম্মেলনের আগেই অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে তৃণমূলে তালিকা পাঠিয়েছে আওয়ামী লীগ।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগে রংপুর বিভাগে অনুপ্রবেশকারীর সংখ্যা দেখানো হয়েছে ৩৮৯ জন। স্বয়ং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ তালিকা প্রস্তুত করেছেন। তালিকায় থাকা এ সকল অনুপ্রবেশকারীদের সামনের দিনগুলোতে সংগঠনের কোনও কমিটিতে রাখা হবে না বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।

রংপুর বিভাগর পাঁচ জলায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগে গত কয়েক বছরে ৩৮৯ জন অনুপ্রবেশ করেছ। তাদের মধ্য বিএনপি-জামায়াতসহ বিভিন রাজনৈতিক দলের নেতাকর্মীও রয়েছে। এরমধ্যে রংপুর জেলায় রয়েছে ২২ জন, দিনাজপুরে ১১৫ জন, ঠাকুরগাঁওয়ে ১৩০ জন, নীলফামারীতে ১৩ জন ও লালমনিরহাটে ১০৯ জন।

রংপুর বিভাগে অনুপ্রবেশেকারীদের একটা তালিকা ব্রেকিংনিউজের হাতে এসেছে। এ তালিকায় অনুপ্রবশকারীর নাম, ঠিকানা, বর্তমান পদবী ও আওয়ামী লীগে যোগদানের আগে কে কোন দল করতো তা উল্লেখ রয়েছে।

ইতোমধ্যে অনুপ্রবেশকারীদের অব্যাহতি দেয়ারও নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave A Reply

Your email address will not be published.