”রাগী” অধরা
বিনোদন ডেস্ক : সময়ের অন্যতম চিত্রনায়িকা অধরা খান সম্প্রতি চুক্তিবদ্ধ হলেন নতুন ছবিতে। মিজানুর রহমান শামীম পরিচালিত নতুন এই ছবির নাম ”রাগী”। ছবিতে অধরার বিপরীতে রয়েছেন নবাগত নায়ক আবির। ড্রিম আনলিমিটেড প্রযোজিত এই ছবি প্রসঙ্গে অধরা বললেন,”নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে অবশ্যই ভালো লাগছে। ছবিটির কাহিনী বেশ ভালো লেগেছে আমার কাছে। আশা করছি দর্শকদের মনজয় করার মতো একটি ছবি হবে এটি। এদিকে, নায়িকা অধরা বর্তমানে কাজ করছেন শাহীন সুমন পরিচালিত ”পাগলের মত ভালোবাসি” ছবিতে। আগামী ১৬ আগস্ট থেকে ছবিটির বাকি অংশের শুটিং শুরু হবে। ত্রিভুজ প্রেমের এ ছবিতে অধরার বিপরীতে আছেন আসিফ নূর এবং সুমিত।