রাজধানীকে যানজটমুক্ত রাখতে সার্কুলার রোড করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীকে যানজটমুক্ত রাখতে দ্রুত সার্কুলার রোড করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে রাজধানীর ভেতরের কাঁচাবাজারগুলো সরিয়ে ঢাকার প্রান্ত এলাকা কাঁচপুর, আমিনবাজার, কেরাণীগঞ্জসহ অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আজ রোববার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় সভাপতিত্ব করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী সব ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার কথা বলেছেন। সুশাসন থাকায় পদ্মা সেতুর মতো একটি বিশাল ও জটিল প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।’
খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘পদ্মা সেতু হওয়ায় স্বাভাবিকভাবেই রাজধানীতে গাড়ি চলাচল বেড়েছে। এ চাপ কমিয়ে রাজধানীর বাইরে দিয়ে বিকল্প সার্কুলার রোড করার বিষয়ে আলোচনা হয়েছে, যাতে দূরপাল্লার যানবাহনগুলোকে শহরের ভেতরে ঢুকতে না হয়।’
সচিব বলেন, ‘সুশাসন এবং প্রশাসনিক কঠোর নজরদারির জন্য পদ্মা সেতু সফলভাবে বাস্তবায়ন হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় সন্তোষ প্রকাশ করেছেন।’
Comments are closed.