রাজনীতিকে বিদায় বলছেন মুহিত!
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : রাজনীতি থেকে অবসরের কথা জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। যুক্তরাষ্ট্রের টিবিএন টুয়েন্টি ফোর টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে, একথা জানিয়েছেন তিনি। রাজনীতি ছেড়ে ব্যক্তিগত জীবনে মনোযোগী হবেন বলে জানান বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
আর রাজনীতি নয়, এবার অবসরে যাওয়ার পালা। যুক্তরাষ্টের টেলিভিশন টিবিএন টুয়েন্টি ফোরকে (টিবিএন২৪) দেয়া বিশেষ সাক্ষাৎকারে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এতোদিন নির্বাচন করেছেন সিলেট-১ আসন থেকে। বলা হয়ে থাকে এই আসনে জয়ী দলই বাংলাদেশে সরকার গঠন করে। এখন গুরুত্বপূর্ণ এই আসনের জন্য প্রস্তুত হচ্ছেন ছোট ভাই এ কে আব্দুল মোমেন সাক্ষাৎকারে জানান অর্থমন্ত্রী। যিনি একসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন।
রাজনীতি থেকে অবসরের পর সমাজসেবা আর লেখালেখি করেই সময় কাটাবেন, জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।