রাজশাহীতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আটক ৬১

0 ১,২২৮

5116রাজশাহী অফিস : রাজশাহীতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৬১ জনকে আটক করেছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র রাজপাড়া থানার সিনিঃ সহকারী পুলিশ কমিশনার মোঃ ইফতে খায়ের আলম জানান, শুক্রবার রাত থেকে শনিবার ভোররাত পর্যন্ত রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৭ জন, রাজপাড়া থানা ৩১ জন, মতিহার থানা ৭ জন, শাহমখদুম থানা ৫ জন এবং ডিবি পুলিশ ১ জনকে আটক করে। যার মধ্যে ১৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৫ জন মাদক ব্যবসায়ী ও ৩৭ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বোয়ালিয়া মডেল থানা পুলিশ পঞ্চবটি শ্মসান ঘাটের মেইন গেট হতে মোঃ যুগল (২৫) কে ১৫০ পুরিয়া হিরোইন, শাহমখদুম থানা পুলিশ বায়া বালিয়াডাঙ্গা হতে মোঃ হাবিবুর রহমান ওরফে হাবিব চোর (৫৫), মোঃ আব্দুস সামাদ (৫২) দ্বয়কে ২৫ পুরিয়া হিরোইন ও বারইপাড়া (কুঠিপাড়া) এলাকা হতে মোঃ নসিম উদ্দিন ওরফে নসিম (৪০)কে ১০০ গ্রাম গাঁজা এবং ডিবি পুলিশ হোসনীগঞ্জ এলাকা হতে মোঃ রকি (২৮) কে ২০ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.