রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন

0 ৩৮০

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর ও জেলার বিশাল জনসভা উপলক্ষে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান।

সোমবার (১৬ জানুয়ারী) দুপুরে ২৯ জানুয়ারী রাজশাহীতে বিশাল জনসভার জন্য নির্ধারিত স্থান ঐতিহাসিক মাদ্রাসা মাঠের মঞ্চ ও নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ের জন্য মাঠ পরিদর্শন করেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান ও জেলা প্রশাসক আব্দুল জলিল।

উল্লেখ্য, ২৯ জানুয়ারী দুপুর ১২টায় রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি স্মার্ট বাংলাদেশের প্রবক্তা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।

Leave A Reply

Your email address will not be published.