রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

0 ১৯০

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি, রাজশাহী আয়োজনে বিভিন্ন এনজিও ও সংগঠনের সমন্বয়ে রাজশাহী নগরীতে দিবসটি পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র‌্যলিটি নগরীর সপুরা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও ৩ জন নারীকে সফল উদ্যোক্তা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও একটি নাটিকা পরিবেশন করা হয়।

অন্যদিকে সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে র‌্যালি, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার। উপস্থিত নারীর নেত্রীরা বলেন, সমাজে নারীরা এখনো নিরাপদ নয়। প্রতিনিয়তই নারীরা নির্যাতনে শিকার হচ্ছে। ন্যায্য বিচার পেতে দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। নারীদের সমঅধিকার ছাড়া কোন দেশ এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেন নারী অধিকার কর্মীরা।

Leave A Reply

Your email address will not be published.