স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার চারঘাট থানাধীন হলিদাগাছী এলাকায় অপারেশন পরিচালনা করে ইয়াবা-১০২০ পিচ উদ্ধার করেন এবং মোঃ মাসুদ পারভেজ ওরফে রানা (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-৫। রোববার রাতে উপজেলার জাগিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। রানা রাজশাহী জেলার চারঘাট উপজেলার হালিদাগাছী এলাকার ইমরান মেম্বারের ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ মাসুদ পারভেজ ওরফে রানা এর বসত বাড়িতে অবৈধ মাদকদব্য ইয়াবা বিক্রয় করছে।
উক্ত সংবাদ পাওয়া মাত্রই র্যাবের টিম উক্ত ঘটনাস্থল ধৃত আসামী মোঃ মাসুদ পারভেজ ওরফে রানা এর বসত বাড়িতে পৌছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে হাতে নাতে আটক করে। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।