রাজশাহীতে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি তুলে দিলেন ডিআইজি

0 ৪৪২

নিজস্ব প্রতিবেদক: সোমবার সকাল ১১ টার দিকে রাজশাহীর আরআরএফ হলে বাংলাদেশ পুলিশ প্রধান আইজিপি ড. বেনজীর আহমেদ এর পক্ষে রাজশাহী রেঞ্জ পুলিশ পরিবারের ৬২ জন কৃতি শিক্ষার্থীকে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০১৯’ সালের ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী তুলে দিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন। প্রতি বছর কেন্দ্রীয়ভাবে এ অনুষ্ঠানের আয়োজন থাকলেও এবার করোনা পরিস্থিতির কারণে বিভাগীয় পর্যায়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, রাজশাহী রেঞ্জ পুলিশ পরিবারের জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দের। এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে আরো অনেক বেশি উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে।

 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আজকে যারা সাফল্য পেয়েছ তা যথেষ্ট নয়। তোমাদের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম করে যেতে হবে। আমরা চাই তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে। তোমরা যেন বলতে পার, ‘আমার বাবা পুলিশ, আমিও বড় হয়ে বাবার মত পুলিশ হব’।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার (অপারেশনস্ অ্যান্ড ট্রাফিক), পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার), পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন), কমান্ড্যান্ট (এসপি) রাজশাহীসহ রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

Leave A Reply

Your email address will not be published.