রাজশাহীতে জাতীয় ভোটার দিবস উদ্যাপন

0 ১২৫

স্টাফ রিপোর্টার:  ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত রাজশাহীতে দিবসটি নানা আয়োজনে উদ্যাপন করা হয়। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২ মার্চ)  সকাল নয়’টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে একটি র‌্যালি বের হয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এডিসি, আরএমপির কমিশনার মো: আনিসুর রহমান, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ রশীদুল হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন স্তরের জনগণ র‌্যালিতে অংশ নেন।

এর আগে বিভাগীয় কমিশনার শান্তির প্রতীক পায়রা এবং বেলুন ও ফেষ্টুন উড়িয়ে ভোটার দিবসের উদ্বোধন করেন।

র‌্যালি শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.