রাজশাহীতে ডেঙ্গু রোগী  বৃদ্ধি পাচ্ছে

0 ১২৯

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ডেঙ্গু রোগী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে মোট ৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মদ এই তথ্য জানান।

তিনি আরো জানান, এই পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৯৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা গ্রহণ করেছেন। ইতিমধ্যে চিকিৎসাধীন অবস্থায় বাঘা এলাকার পাপ্পু নামের এক রোগীর মৃত্যু হয়েছে।

বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ৩২ জন রোগী ভর্তি রয়েছে। আর ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ৫ সদস্যের চিকিৎসক টিমও সার্বক্ষণিক কাজ করছেন। তবে ভর্তিকৃত রোগীদের মধ্যে বেশিরভাগ রোগী ঢাকা ভ্রমনকারী।

Leave A Reply

Your email address will not be published.