স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৭৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র মোঃ রফিকুল আলম জানান, গত রাতে নগরীর বিভিন্ন স্থানে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৭ জনকে আটক করা হয়েছে।
অপরদিকে, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান জানান, একই রাতে রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।