স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযান চালিয়ে ৪৬ জনকে আটক করেছে।
মহানগর পুলিশের সিনিঃ সহকারী পুলিশ কমিশনার (সদর) মোঃ ইফতে খায়ের আলম জানান, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৭ জন, রাজপাড়া থানা ১৬ জন, মতিহার থানা ৮ জন, শাহমখদুম থানা ২ জন, ডিবি পুলিশ ৩ জনকে আটক করে। যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ মোঃ মুক্তার হোসেন (৪০) কে ১১০ গ্রাম গাঁজা, মোঃ রনি (২৭) কে ১৫ পিস ইয়াবা, মোঃ আজমীর (১৬) কে ১২ পিস ইয়াবাসহ আটক করে।
রাজপাড়া থানা পুলিশ মোঃ শফিকুল ইসলাম সোহাগ (৩২), শ্রী পলাশ হালদার নিরঞ্জন (৩৭) দ্বয়কে ২ গ্রাম হেরোইন, মোঃ চন্দন শাহ্ (৩০) কে ২ গ্রাম হেরোইন, মোঃ বাবু শেখ (২২) কে ৪ গ্রাম হেরোইন, মোঃ তুহিন (৫০) কে ৭ গ্রাম হেরোইনসহ আটক করে।
মতিহার থানা পুলিশ মোঃ মোয়াজ্জেম (২৮) কে ১ গ্রাম হেরোইনসহ আটক করে। ডিবি পুলিশ মোসাঃ মুক্তি (২৮) কে ৬ বোতল ফেন্সিডিল, মোঃ মিলন ভগা মিলন (৪৬) কে ২৫ পিস ইয়াবাসহ আটক করে।
Prev Post
Next Post