স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ জনকে আটক করেছে পুলিশ।
মহানগর পুলিশের সিনিঃ সহকারী পুলিশ কমিশনার (সদর) মোঃ ইফতে খায়ের আলম জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৭ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ৭ জন, শাহমখদুম থানা ২ জন, ডিবি পুলিশ ৩ জনকে আটক করে। যার মধ্যে ২৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৪ জনকে মাদকদ্রব্যসহ আটক ও অন্যান্য অপরাধে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ মোঃ সুজন (৩০) কে ১৩০ গ্রাম গাঁজাসহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ মোঃ ফরমান আলী (৩৫) কে ১১ পিচ ইয়াবাসহ আটক করে, মোঃ আওয়াল (২৫) কে ২ গ্রাম হেরোইনসহ আটক করে। ডিবি পুলিশ মোঃ আরমান (২৬) কে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Prev Post