রাজশাহীতে ফুটবল খেলায় ঢাকা জয়ী

0 ২২০

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফের শুর হয়েছে । শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে অনুষ্টিত খেলায় ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড ঢাকা ২-০ গোলে হারায় নিজ ভেন্যুর ফর্টিস এফসি ক্লাবকে।

খেলার প্রথমার্ধে কস্টিরিকায়ার ফুটবলার ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেডের পক্ষে সুযোগ পেয়ে ৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় তার ৪ মিনিটের মাথায় সুযোগ পেয়ে অর্থাৎ ১৩ মিনিটে কাজে লাগায় আবাহনীর নাইজেরিয়ান ফুটবলার পিটার নওরাহ ।

ফলে আবাহনী ২-০ শুন্য গোলে জয়লাভ করে ১১ খেলায় ২৪ পয়েন্ট পেয়ে ২য় ও ফর্টিস ক্লাব ১০ খেলায় আগের গড়া ১২ পয়েন্টে নিয়ে ৭ নাম্বারেই থেকে গেল। ফর্টিস এফসির খেলোযাড়রা অনেক সুযোগ পেলেও তা তারা কাজে
লাগাতে ব্যর্থ হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com