রাজশাহীতে বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ আঞ্চলিক পর্বের ফল

0 ৪০৩

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পুলিশ লাইনস মাঠে বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের খেলায় গতকাল সোমবার ৪র্থ এপিবিএম বগুড়া ৭৩-৬৪ পয়েন্টে আর এমপি রাজশাহী, আর আর এফ সিলেট ৪৬-৩০ পয়েন্টে ১০ম এপিবিএম বরিশাল ও রাজশাহী জেলা ৬৫-১৮ পয়েন্টে নওগাঁ জেলা পুলিশকে হারিয়ে সেমিতে উঠে।

 

এছাড়াও বেষ্ট লুজার হিসেবে আরএমপি রাজশাহী সেমিতে উঠে। আজ সেমিতে অংশ নেবে ৪র্থ এপিবিন বগুড়া, সিলেট জেলা পুলিশ,রাজশাহী জেলা পুলিশ ও আর এম পি,রাজশাহী।

 

Leave A Reply

Your email address will not be published.