রাজশাহী অফিস : রাজশাহীতে ৮০ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর রাজপাড়া থানার কাশিয়াডাঙ্গা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় নওগাঁ জেলার মান্দা উপজেলার মান শিং গ্রামের মৃত মেহের শাহ্’র ছেলে জুয়েল শাহ্ (৩৫) এর শরীর তল্লাশী করে তার শরীরে অভিনব কায়দায় রাখা দু’টি পলিথিনের প্যাকেটে ৮০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। যার আনামানিক মূল্য ৮ লাখ টাকা। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Prev Post