রাজশাহীতে ১৬০তম ব্যাচ টিআরসির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

0 ১,৭৯৫

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে পুলিশ লাইন্স আরআরএফ এ ট্রেইনী রিক্রট কনস্টেবল (টিআরসি) ১৬০তম ব্যাচ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে রাজশাহী নগরীতে পুলিশ লাইন্স আরআরএফ এ ট্রেইনী রিক্রট কনস্টেবল (টিআরসি) ১৬০তম ব্যাচ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জ এর ডিআইজি এম খুরশীদ হোসেন, বিপিএম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি মোঃ নিশারুল আরিফ, আরআরএফ এর কমান্ড্যান্ট এসপি শেখ মোঃ মিজানুর রহমান, রাজশাহী রেঞ্জ এর পুলিশ সুপার মোঃ আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঞা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সুমিত, সহকারী পুলিশ সুপার আরআরএফ সারোয়ার কবীর সোহাগ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমদ আলী প্রমুখ। টিআরসি ১৬০ তম ব্যাচ আরআরএফ, রাজশাহীতে মোট ৫৪৭ জন্য পুলিশ সদস্যের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মাঝে পদক বিতরণ করেন।

Leave A Reply

Your email address will not be published.