স্টাফ রিপোর্টার : রাজশাহী অঞ্চলের প্রতিষ্ঠাকাল থেকে আমৃত্যু জাসদ নেতা,রাজশাহী বেতারের উপস্থাপক ও কণ্ঠশিল্পী লুতফর রহমান লেবু (৬৮)ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (০৮ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু লুতফর রহমান লেবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্তপরিবার-পরিজন-বন্ধু-
সহযোদ্ধা-সহকর্মিদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
রাজশাহী মহানগর জাসদের নেতৃবৃন্দ বলেন প্রবীণ নেতা লুতফর রহমান লেবু ছিলেন জাসদের নেতা-কর্মিদের অনুপ্রেরণা ও আস্থা-বিশ্বাসের যায়গা,তাই তাঁর মৃত্যুতে জাসদ রাজনীতিতে একটি গভীর শূন্যতা সৃষ্টি হল।
উল্লেখ্য মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী,২ ছেলে সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।