স্টাফ রিপোর্টার: রাজশাহী ও রংপুর বিভাগের তথ্য অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী নিয়ে এপিএএমএস সফটওয়্যারের ব্যবহার বৃদ্ধি, প্রচার কার্যক্রম মনিটরিং, মূল্যায়ন, প্রমাণকসহ প্রতিবেদন তৈরি বিষয়ক দুই দিনব্যাপী
প্রশিক্ষণ কর্মশালা আজ শুরু হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকালে মহানগরীর একটি অভিজাত হোটেলে রাজশাহী জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও এপিএ টিম লিডার ইয়াকুব আলী’র সভাপতিত্বে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নিজামূল কবীর ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন।
উদ্বোধনকালে মহাপরিচালক কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে যেন অবহেলা করা না হয় সে বিষয়ে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। তিনি তথ্য অফিসের গতানুগতিক প্রচার কার্যক্রমের ধারা থেকে বের হয়ে
অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক মোহা. ফরহাদ হোসেন। আগামী বৃহস্পতিবার (১৬ মার্চ) দুই দিনব্যাপী এ কর্মশালা শেষ হবে।