রাজশাহী জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী জেলা বিএনপি।
শুক্রবার সকাল ১১ টার দিকে নগরের নিউ মার্কেটের প্রধান গেইটের সামনে থেকে নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি রাণীবাজার হয়ে অলকার মোড়ে গিয়ে শেষ করে সেখানে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মতিউর রহমান মন্টু মিছিলে নেতৃত্বে দেন। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম জিয়াউর রহমান জিয়া, রায়হানুল আলম রায়হান, ওয়াদুদ হাসান পিন্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, কেশরহাট বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দীন আলোসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সমাবেশে মতিউর রহমান মন্টু বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করা হয়েছে। গণতন্ত্র না ফেরানো পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে। গণতন্ত্র বিরোধী আর কোন নির্বাচন এ দেশে হতে দেয়া হবে না। এ জন্য বিএনপির নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহবান জানান।