রাজশাহী শিক্ষা বোর্ডের ব্যতিক্রমী উদ্যোগ মে দিবসে নিম্ন আয়ের মানুষের মাঝে স্যালাইন, ক্যাপ ও পানি বিতরণ

0 ১৫১

স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় রাজশাহী অঞ্চল জুড়েও সপ্তাহব্যাপী তীব্র দাবদাহ চলছে। এতে নিম্ন আয়ের মানুষের মধ্যে- দিনমজুর, শ্রমিক ও রিকশাচালকের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র দাবদাহে দিশেহারা ও তৃষ্ণার্ত এসব মানুষের মাঝে রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে মে দিবস উপলক্ষে খাবার স্যালাইন, ক্যাপ ও সুপেয় পানি বিতরণ করা হয়েছে।

সেই লক্ষ্যে বুধবার (১ মে) সকাল ৮ থেকে দুপুর পর্যন্ত শিক্ষা বোর্ডের মূল ফটকের সামনে সাধারণ মানুষ, পথচারী ও রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের হাতে খাবার স্যালাইন, ক্যাপ ও সুপেয় পানি তুলে দিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম। মে দিবস উপলক্ষে দিনব্যাপী এই কার্যক্রমের অংশ হিসেবে এক হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে সুপেয় পানি, একটি করে ক্যাপ ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

এর আগে, ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষা বোর্ড অফিসে এসে শেষ হয়। এসময় তীব্র তাপদাহে ক্লান্ত তৃষ্ণার্ত মানুষ বিনামূল্যে খাবার স্যালাইন, ক্যাপ ও সুপেয় পানি পান করতে পারায় শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে ধন্যবাদ জানান সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষ।

এবিষয়ে জানতে চাইলে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম সোনার দেশকে জানান, রাজশাহী অঞ্চলে সপ্তাহব্যাপী অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। এই অসহ্য গরমে একটু স্বস্তি পেতে নিম্ন আয়ের মানুষ ফুটপাতের অস্বাস্থ্যকর পানীয়ও পান করে বিভিন্ন ধরনের জটিলতা রোগে আক্রান্ত হচ্ছেন। এই অসহায় মানুষের কথা চিন্তা করে রাজশাহী শিক্ষা বোর্ড উদ্যোগে স্যালাইন, ক্যাপ ও সুপেয় পানি বিতরণ হচ্ছে।

তিনি আরো জানান, মে দিবস উপলক্ষে দিনব্যাপী এই কার্যক্রমের অংশ হিসেবে এক হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে সুপেয় পানি, একটি করে ক্যাপ ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিনামূল্যে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ুন কবীর, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হকসহ শিক্ষা বোর্ড পরিবারের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি মো. হুমায়ন কবীর লালু ও সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলী।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com