রাজস্থানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে কোহলিরা

0 ৭৭
ছবি : এএফপি

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে নামার আগে দুদলের অবস্থা দুরকম। রাজস্থান রয়্যালসের শেষ ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। ম্যাচটি মাঠে গড়ালে আর তারা জিতলে থাকত পয়েন্ট টেবিলে দুইয়ে। ভাগ্য সহায় না হওয়ায় কোয়ালিফায়ারের পরিবর্তে রাজস্থানকে খেলতে হচ্ছে এলিমিনেটর। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শেষ ম্যাচে দুর্দান্ত জয়ে প্লে-অফে উঠে এসেছে রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আইপিএল প্লে-অফের এলিমিনেটর পর্বে আজ বুধবার (২২ মে) মুখোমুখি হয়েছে রাজস্থান-আরসিবি। টস জিতে বোলিং বেছে নিয়েছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।

স্যামসন বলেন, ‘ক্রিকেটে আপনার ভালো দিন, খারাপ দিন আসবেই। সেসব অতিক্রম করে এগিয়ে যেতে হবে। আমাদের দলের কম্বিনেশন ভালো। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি চ্যালেঞ্জিং হবে। আমরা তৈরি।’

আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিস বলেন, ‘আমরা যেভাবে গত কয়েক সপ্তাহ খেলে এসেছি, তা অসাধারণ। ছেলেদের বলতে চাই, যেভাবে খেলে এসেছি সেটি ধরে রাখতে হবে। পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। চেন্নাইয়ের বিপক্ষে অবিশ্বাস্য একটি ম্যাচ জিতেছি আমরা। এখন সামনে এগিয়ে যাওয়ার পালা।’

এলিমিনেটরের নিয়ম অনুযায়ী জিতলে ফাইনাল নিশ্চিত হবে না, তবে হারলে বিদায়। আজকের ম্যাচের বিজয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মোকাবিলা করবে সানরাইজার্স হায়দরাবাদকে।

Leave A Reply

Your email address will not be published.