রাজস্থানে বাস দুর্ঘটনায় ১২ জন নিহত
ভারত-পাকিস্তান ডেস্ক: ভারতের রাজস্থান রাজ্যে বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার (২২ নভেম্বর) স্থানীয় সময় রাত ৩ টার দিকে রাজস্থানের নাগুর শহরে এ দুর্ঘটনা ঘটে। খবর নিউজ ১৮’র।
খবরে বলা হয়, রাত ৩ টার দিকে রাজস্থানের নাগুর শহরে দুইটি বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় এক শিশু ও চার নারীসহ ১২ জন। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। আহতরা নিকটস্থ হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। এর আগে শুক্রবারই রাজস্থানের শিকার জেলায় দুই গাড়ির সংঘর্ষে চারজন নিহত হয়।