রাজ্য টিটি’তে খেলছেন পৌলমীরা
খেলাধুলা ডেস্ক : এবার রাজ্য টিটি’তে পৌলমী ঘটকের মতো নামী তারকারা খেলছেন৷ শুক্রবার পশ্চিমবঙ্গ টেবল টেনিস সংস্থা আয়োজিত রাজ্য টেবল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন হল। টিটিএফআইয়ের সহ সভাপতি অরুণ ব্যানার্জি প্রতিযোগিতার উদ্বোধন করেন। ১১ নভেম্বর থেকে পূর্বাঞ্চল টিটি। তারপরই জানুয়ারিতে জাতীয় টিটি। তাই সুতীর্থা মুখার্জী, মৌসুমী পাল, অনিন্দিতা চক্রবর্তী, পৌলমী ঘটকের মতো নামী টেবল টেনিস প্রতিযোগীরা খেলছেন।
ছেলেদের সিনিয়র বিভাগে আছেন সৌম্যদীপ রায়ের মতো খেলোয়াড়। নামীদের মধ্যে শুধু খেলছেন না মৌমা দাস। সর্ব ভারতীয় সার্কিটে এখন পরপর টুর্নামেন্ট। তাই ধনতেরাস, কালীপুজো, ভাইফোঁটার মধ্যেই হচ্ছে প্রতিযোগিতা। দলগত ইভেন্টে প্রথম দিনে চ্যাম্পিয়ন দক্ষিণ কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, হাওড়ার মতো দলগুলি এগিয়েছে। আয়োজকরা মনে করছেন পৌলমীদের মতো নামীরা এবার খেলছেন বলে প্রতিযোগিতার আকর্ষণ অনেক বেড়ে গিয়েছে৷