সুকুমল কুমার প্রাং,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানাপুলিশ শ্রী: সুদেব চন্দ্র (৪৫) নামের একজন গাজা ব্যবসায়ীকে ১০৮ পুরিয়া ২০৫ গ্রাম গাজাসহ গ্রেফতার করেছে। গতকাল শনিবার সন্ধায় বগারবাড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত উপজেলার গুটনিয়া গবিন্দপুর গ্রামের শ্রী: সতিশ চন্দ্রের ছেলে।
রাণীনগর থানার এসআই তরিকুল ইসলাম জানান, শনিবার সন্ধায় সুদেব উপজেলার বগারবাড়ি বাজারে গাজা বিক্রয় করছিল। গোপন সংবাদে গাজা বিক্রয় করা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। পরে মাদক দ্রব্য আইনের মামলাতে সুদেবকে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে ।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post
Next Post