রাণীনগরে জুয়া খেলায় ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

0 ১,০৫৪

mail-google-comরাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলা বর্গার বাড়ি বাজার এলাকা থেকে জুয়া খেলার অপরাধে শ্রী: বিশ্বনাথ প্রাং (৫০), শ্রী: হরিশ চন্দ্র বর্মন (৩৫), মো: মিজানুর রহমান (৩৬) নামের তিন ব্যাক্তিকে আটক করেছে থানা  পুলিশ।
পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে ২ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। শ্রী: বিশ্বনাথ প্রাং আদমদিঘী উপজেলার আটয়ারী গ্রামের ধনেশ্বরের প্রাং এর ছেলে ও শ্রী: হরিশ চন্দ্র বর্মন  রাণীনগর উপজেলার কামতা গ্রামের মতিলাল বর্মনের ছেলে ও মো: মিজানুর রহমান  উপজেলার কামতা গ্রামের মৃত-কোরবান আলীর ছেলে। বুধবার সন্ধায় এ ঘটনা ঘটে।
রাণীনগর থানার এএসআই জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রী: বিশ্বনাথ প্রাং, শ্রী: হরিশ চন্দ্র বর্মন, মো: মিজানুর রহমান নামের তিন ব্যাক্তিকে প্রকাশে জুয়া খেলা কালিন অবস্থায় আটক করে  বৃহুপ্রতিবার সকাল সাড়ে ১০ টার সময় ভ্রাম্যমান আদালতে হাজির করে। উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা: লিলুফা ইয়াসমিন শ্রী: বিশ্বনাথ প্রাং, শ্রী: হরিশ চন্দ্র বর্মন, মো: মিজানুর রহমান নামের তিন ব্যাক্তিকে প্রকাশে জুয়া খেলার দায়ে  প্রতি জনকে নগদ ২ শত টাকা অর্থদন্ড করছে ভ্রাম্যমান আদালত।

Leave A Reply

Your email address will not be published.