রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া ইসলাম, কৃষি কর্মকর্তা এসএম গোলাম সারওয়ার, প্রকল্প কর্মকতা মেহেদী হাসান, বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্মকর্তা তিতুমীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আশিস চন্দ্র, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেহেল রানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড. ইসমাইল হোসেন, ডেপুটি কমান্ডার মো: আব্দুল ওয়াহিদ, উপজেলা প্রকৌশলী মো: সাইদুর রহমান মিঞা প্রমুখ। মেলায় ৩০টি স্টল অংশগ্রহন করেছে। বিকেল সাড়ে ৩টার সময় মাননীয় প্রধান মন্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের বিভিন্ন স্থানে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন। সেই আলকে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব ফিতা কেটে উন্নয়ন মেলা ২০১৭ শুভ উদ্বোধন করেন।
Prev Post
Next Post