রাণীনগরে নতুন করে চিকিৎসকসহ আরো সাত জন করোনায় আক্রান্ত

0 ৬১৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলায় নতুন করে করোনা ভাইরাসে হাসপাতালের একজন চিকিৎসকসহ আরো সাত জন আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত নারায়নগঞ্জ ফেরত সেই যুবকের সংস্পর্শে আসা তার স্ত্রী, সন্তান, শ্বশুর, শাশুড়ী দুই শ্যালকসহ ৬ জন ও আক্রান্ত হাসপাতালের সেই গাড়ি চালকের সংস্পর্শে আসা রাণীনগর হাসপাতালের একজন চিকিৎসক করোনা (পজেটিভ) শনাক্ত হয়েছে। এনিয়ে রাণীনগর উপজেলায় আক্রান্তের সংখ্যা মোট ১৩ জন। নতুন আক্রান্ত সাত জনই রাণীনগর উপজেলার বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এএইচএম ইফতেখারুল আলম খাঁন। রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এএইচএম ইফতেখারুল আলম খাঁন বলেন, রাণীনগর উপজেলায় নতুন করে আরো সাত জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে আক্রান্ত হাসপাতালের সেই গাড়ি চালকের সংস্পর্শে আসা ও আক্রান্ত নারায়নগঞ্জ ফেরত সেই যুবকের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে গত ২ মে পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবে পাঠানো হয়। তবে কত জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে তা সঠিক বলতে পারেনি এই কর্মকর্তা। এর মধ্যে মঙ্গলবার বিকেলে সাত জনের পজেটিভ রিপোর্ট হাতে আসে। এতে আক্রান্ত হাসপাতালের সেই গাড়ি চালকের সংস্পর্শে আসা একজন চিকিৎসক ও আক্রান্ত নারায়নগঞ্জ ফেরত যুবকের সংস্পর্শে আসা তার স্ত্রী, সন্তানসহ শ্বশুর বাড়ির ৬ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে রাণীনগর উপজেলায় মোট ১৩ জন করোনায় আক্রান্ত হলো।

Leave A Reply

Your email address will not be published.