সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর-নওগাঁ: নওগাঁর রাণীনগরে মো: মীর হোসেন (৩৫) নামে এক দুই বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিলকৃষ্ণপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
মীর হোসেন উপজেলার পারইল ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মো: সোলেমান আলীর ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, ২০১৫ইং সালে নওগাঁ বিজ্ঞ আদালতে মীর হোসেনরে নামে সি-আর ৬৫-১৫ দুইটি চেকের মামলা হয়। মামলার পেক্ষিতে মীর হোসেনকে দুই বছরের সাজা প্রদান করেন বিজ্ঞ আদালত। তার পর থেকে মীর হোসেন এলাকা ছেড়ে দীর্ঘদিন পলাতক ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্ততে এসআই মো: শহিদুল ইসলাম, মো: হুমায়ন কবির, মো: আখতারুজ্জামান, এএসআই মো: হাফিজুল ইসলাম সঙ্গীয় র্ফোস নিয়ে বিশেষ অভিযান চালিয়ে মীর হোসেনকে গ্রেপ্তার করেন এবং শুক্রবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Next Post