রাণীনগরে ৩টি গরু চুরি

0 ৭৬৪

coryসুকুমল, রাণীনগর-নওগাঁ : নওগাঁর রাণীনগরে মঙ্গলবার রাতে গোয়াল ঘরের জানালা ভেঙ্গে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। রাণীনগর সদর ইউপি’র সিম্বা গ্রামের মৃত আলে প্রামানিকের ছেলে আব্দুল কাদের এর একটি গাভী ও দুটি বাছুর চুরি করে নিয়ে গেছে যার আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক টাকা।
গৃহকর্তা আব্দুল কাদের জানান, প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় গরু গুলোকে খাবার দিয়ে গোয়াল ঘরে রেখে দরজায় তালা দিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত অনুমান আড়াইটার দিকে গরু গুলো দেখতে গিয়ে দেখি গোয়াল ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৩তিন গরুই চুরি করে নিয়ে গেছে।
এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান জানান, গরু চুরির ঘটনাটি রাতেই গরুর মালিক আমাকে অবহিত করেছেন। সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং গরু গুলো উদ্ধারের জন্য বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.