সুকুমল কুমার প্রাং, রাণীনগর-নওগাঁ : নওগাঁর রাণীনগর প্রেস ক্লাবের ২০১৭-১৮ইং সনের দ্বি-বার্ষিক কার্যনির্বাহি কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্ব সম্মতিক্রমে এসএম সাইফুল ইসলাম কে (দৈনিক করতোয়া) সভাপতি ও সাইদুজ্জামান সাগর কে (দৈনিক সংবাদ) সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
শনিবার সকালে প্রেস ক্লাবের সভাপতি অরুন বোসের সভাপতিত্বে অত্র প্রেস ক্লাব ভবনে সকল সদস্যের সম্মতিক্রমে ২০১৭-১৮ইং সনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সহ-সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন ও কাজী আনিছুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক এমএ রউফ রিপন ও এ বাসার চঞ্চল, কোষাধক্ষ্য সাহাজুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মামুনুর রশিদ কে নির্বাচিত করা হয়। এছাড়াও কার্যনির্বাহি কমিটির সদস্যরা হলেন, অধ্যক্ষ হারুনুর রশিদ, অরুন বোস, শহিদুল ইসলাম, শাহরুখ হোসেন আহাদ, হারুনুর রশিদ, আসাদুজ্জামান পিন্টু, সুদর্শন কর্মকার।
Prev Post