আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল ঠাকুরগাও : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল বলিদ্বাড়ায় আদিবাসি ফোরামের উদ্দোগে বুধবার বিকালে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের আখ কাটাকে কেন্দ্র করে চিনিকল শ্রমিক কর্মচারীদের সাথে সাঁওতালদের সংঘর্ষে ঘটনায় তিনজন সাঁওতাল আদিবাসি নিহত হয়, আহত হয় অনেকে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এ কর্মসূচী পালন করে উপজেলা আদিবাসি ফোরাম। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক মোঃ সইদুল হক, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অমল কুমার রায়, উপজেলা আদিবাসি চেয়ারম্যান গোপাল মুর্মু সুগা, উপজেলা শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক প্রশান্ত বসাক, পুজা উদযাপন কমিটির সম্পাদক সাধন বসাক,আদিবাসি ফোরামের সম্পাদক স্যামুয়েল হেমব্রম, ওয়ার্কাস পার্টির উপজেলা সদস্য ধনেশ্বর রায়, মলয় রায় প্রমুখ। ঘন্টা ব্যাপী মানব বন্ধনে প্রায় ৩ শতাধিক মহিলা পুরুষ অংশ গ্রহণ করে।