রাণীশংকৈলে বিএনপি-জাপা’র ২০০ নেতাকর্মী আ’লীগে যোগদান

0 ২,৯১৬

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : রাণীশংকৈল উপজেলায় ৩ নং হোসেনগাও ইউনিয়নে আ’লীগের সভাপতি মোঃ গোলাম রাব্বনী নেতৃত্বে বিএনপি ও জাতীয় পার্টির-২০০ নেতার্কমী আ’লীগে যোগদান করেছেন। হোসেনগাও ইউনিয়ন ৭নং ওয়ার্ড আ’লীগ সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন’র সভাপতিত্বে  প্রধান অতিথী ছিলেন ৩০১  আসনের সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি মোঃ সইদুল হক, সাবেক আ’লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশাহাক আলী, শ্রী অমল বাবু, উপজেলা ভারপ্রাপ্ত সস্পদক তাজউদ্দিন আহম্মেদ, আনিসুর রহমান বাকি, প্রশান্ত বসাক, সোহেল রানা, প্রশান্তজিত দাশ মলয় প্রমুখ। অতিথিবৃন্দ বিভিন্ন দল থেকে আ’লীগে যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

Leave A Reply

Your email address will not be published.