রানা প্লাজা মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৬ মে

0 ৮৮৭

আইন-আদালত অনলাইন ডেস্ক : রানা প্লাজা ধসের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী ১৬ মে নির্ধারণ করেছে বিচারিক আদালত।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি হচ্ছে শাস্তিযোগ্য হত্যা ও অপরটি ভবন কোড সংক্রান্ত আইন ভঙ্গ মামলা।

ঢাকা জেলা আদালতের সরকারি কৌশুলী (পিপি) খন্দকার আব্দুল মান্নান এ কথা বলেন।

তিনি আশা প্রকাশ করেন ওই ভবন ধসের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় ১৬ মে সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে পুনরায় বিচার কার্যক্রম শুরু হবে।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ট্র্যাজেডিতে ১ হাজার ১শ’ ৩৬ জন পোশাক শ্রমিক প্রাণ হারায়। আহত হয় ১ হাজার ৭শ’ ৬৯ জন। দুর্ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয় ২ হাজার ৪শ’ ৩৮ জনকে।

এই ঘটনায় পুলিশ সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করে। অপরদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ইমারত আইন ভঙ্গের অভিযোগে আরেকটি মামলা দায়ের করে। উভয় মামলায় প্রধান আসামি করা হয় রানা প্লাজার মালিক সোহেল রানাকে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবন ধসের ঘটনার ৪ দিন পর যশোর থেকে মামলার প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করে।

২০১৬ সালের ১৮ জুলাই ঢাকা জেলা ও দায়রা জজ আদালত সোহেল রানাসহ ৪১জনের বিরুদ্ধে আনীত ১ হাজার ১শ’ ৩৬ জনের হত্যার অভিযোগে অভিযুক্ত করে।

ব্রেকিংনিউজ/

Leave A Reply

Your email address will not be published.