
রবিবারের সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন ও মনিটরিংয়ের জন্য উপ-উপাচার্য (প্রশাসন) এর সভাপতিত্বে সংশ্লিষ্ট কমিটির এক সভা আজ সোমবার সকালে অনুষ্ঠিত হয়। সভায় আবাসিক হলসমূহসহ ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও মশার বিস্তার রোধে যত্র-তত্র জমে থাকা পানি নিষ্কাশনের জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেওয়া হয়। কারো মধ্যে ডেঙ্গুর লক্ষণ দেখা গেলে বা কেউ ডেঙ্গু আক্রান্ত হলে দ্রæত পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এজন্য রাবি চিকিৎসা কেন্দ্রে ইতিমধ্যে পরীক্ষা-নিরীক্ষা ও বেডের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারপত্র বিতরণ ও বিলবোর্ডের মাধ্যমে প্রচারণা চালানোরও সিদ্ধান্ত হয়। এই সভায় অন্যদের মধ্যে ফার্মেসী এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সভাপতিবৃন্দ, রাবি চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসকসহ চারজন চিকিৎসকও অংশ নেন।