রাজশাহী অফিস : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ও বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব এর যৌথ উদ্যোগে বিশ্ব ডিএনএ দিবস উদযাপিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে থেকে দিবসটি উপলক্ষে র্যালি বের করে তারা।
র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভবনের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের কক্ষে সেমিনারের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস এর পরিচালক প্রফেসর ড. এম. মনজুর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. তারিকুল হাসান, বিসিএসআই আরু এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার জনাব রুহুল আমিন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আবু রেজা, সহকারী অধ্যাপক ফারুক হাসান, প্রতিষ্ঠাতা জহুরুল ইসলাম মুনসহ বিভাগের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা।
Next Post