রাবি অধ্যাপক তাহের হত্যার আসামিকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত

0 ১১৭

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ শিক্ষক অধ্যাপক তাহের হত্যা মামলার আসামি একই বিভাগের শিক্ষক ড. মিয়া মোঃ মহিউদ্দীনকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক মহিউদ্দীন বরাবর লিখিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনাল মামলা নং- ৩৮/০৭ এম. জি. আর. নং- ১০/০৬ মতিহার থানার ২/০৬ নং মামলায় মহামান্য বিজ্ঞ আদালত আপনাকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন।

মহামান্য সুপ্রীম কোর্ট উক্ত মৃত্যুদন্ডাদেশ বহাল রাখায় সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৪২ ধারা অনুযায়ী মৃত্যুদন্ডাদেশ প্রদানের তারিখ অর্থাৎ ২২-০৫-২০০৮ তারিখ হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক-এর পদ ও চাকরি থেকে আপনাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হলো।

Leave A Reply

Your email address will not be published.