রাবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি অভিষেক, সম্পাদক সজল

0 ১৭১
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) এক বছরের জন্য  নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী  খন্দকার অভিষেক ইবনে শামসকে সভাপতি একই বিভাগের শিক্ষার্থী মো. জান্নাতুল ফেরদৌস সজলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
রোববার (৯ এপ্রিল) ভার্চুয়ালের মাধ্যমে ট্রাস্টি বোর্ডের মতামতের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও কমিটির সাবেক সভাপতি মো: সাব্বির হোসেন এই নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আশিকুর রহমান, আয়েশা আক্তার যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সারজিল আহমেদ, শহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক আজমাঈন হোসেন সাব্বির, নাজমুল আকতার আকাশ, ফাহমিদা আশরাফি আদিবা ও আসিফ আল আকিব।
নতুন এই কমিটিকে নিয়ে নতুন উদ্যোমে অগ্রসর হওয়ার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব আশাবাদী।

Leave A Reply

Your email address will not be published.